July 31, 2025, 6:20 am

তৃতীয় রাউন্ডে খুলনা দলে দুটি পরিবর্তন

Reporter Name 133 View
Update : Saturday, October 13, 2018

রাইজিংবিডি ডট কম –

ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে খুলনা বিভাগের স্কোয়াডে দুটি পরিবর্তন এসেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়ায় তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না ইমরুল কায়েস ও মোহাম্মদ মিথুনের। এই দুজনের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি ও পেসার রবিউল ইসলাম শিবলু।

রবিউল ইসলাম রবি প্রথম রাউন্ডের একাদশে থাকলেও দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছিলেন। ফিটনেস পরীক্ষায় উতরে আবার স্কোয়াডে জায়গা করে নিলেন ২৭ বছর বয়সি এই ব্যাটসম্যান।

তৃতীয় রাউন্ডে আগামী সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ রংপুর বিভাগ। খুলনার প্রথম দুই ম্যাচই ড্র হয়েছে।

তৃতীয় রাউন্ড শুরুর আগে শনিবার ও রোববার অনুশীলন করবে খুলনা বিভাগ। শনিবার বিকেল তিনটায় ও রোববার সকাল নয়টা থেকে অনুশীলন করবে খুলনা বিভাগীয় দল। আর শনিবার খুলনায় এসে পৌঁছানোর কথা রয়েছে রংপুর বিভাগের।

তৃতীয় রাউন্ডের খুলনা দল : আব্দুর রাজ্জাক (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, রবিউল ইসলাম, তুষার ইমরান, আফিফ হোসেন, জিয়াউর রহমান, মেহেদী হাসান, আল আমিন, মাহমুদুল হক সেতু, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম শিবলু ও মঈনুল ইসলাম সোহেল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর