August 4, 2025, 8:16 pm

বিপিএলে খেলতে আসছেন হাশিম আমলা

Reporter Name 145 View
Update : Saturday, October 13, 2018

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসর। ভালোভাবেই বুঝা যাচ্ছে বিপিএলের দল গোছাতে বেশ উঠে পড়ে লেগেছে গত পরে দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স। যদিও ঢাকা ডায়নামাইটস পাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

তবে সাকিবের পরিবর্তে ঢাকা ডায়নামাইটস এ দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। তবে বিস্ফোরক একটি তথ্য পেয়েছে রেডিও বাংলা।

উইকিপিডিয়ার মতে ঢাকা ডায়নামাইটসের দেখা যাবে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলাকে। উইকিপিডিয়াতে ঢাকা ডায়নামাইটসের প্রোফাইলে গেলে সেখানে সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড এর সাথে দেখা যাচ্ছে হাশিম আমলার নাম। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি ঢাকা ডায়নামাইটসের কোন কর্তৃপক্ষ।

আইকন ক্রিকেটার সাকিব আল হাসান না থাকলেও তারা ধরে রেখেছেন সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ডকে। তবে বড় ধরনের চমক আনছে ঢাকা ডায়নামাইটস। গতকালই প্রকাশিত হয়েছিল ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস যোগ দিয়েছে রংপুর রাইডার্স এ।

এরপর আজ সেই তালিকায় যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা গ্রেট ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ঢাকা ও কম নয় তারাও এনেছে বড় দুটি চামক। দু’বছর পর ডায়নামাইটসে ফিরছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিদেশি কুটায় তারা এন্ড রাসেলকে দলে ভিড়িয়েছে। এছাড়াও ঢাকা ডায়নামাইট এ দেখা যাবে আরেক ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়কে।

এছাড়া রংপুর ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল বাংলাদেশের মোহাম্মদ মিঠুন এবং নাজমুল ইসলাম অপু কে।

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আলেক্স হেলস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।

ঢাকা ডায়নামাইটস : মুশফিকুর রহিম (সম্ভাব্য), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), এন্ডি রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), জেসন রয় (ইংল্যান্ড)।

তথ্যসূত্র : উইকিপিডিয়া


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর