August 4, 2025, 9:05 pm

এই তালের ওজন কত জানলে অবাক হবেন আপনিও

Reporter Name 255 View
Update : Sunday, October 14, 2018

একটি তালের ওজন কত হতে পারে? এক কেজি বা দুই কেজি বা তারও বেশি হলে তিন কেজি। কিন্তু তাই বলে একেবারে পাঁচ-ছয় কেজি! এই পাঁচ-ছয় কেজি ওজনের তালের সন্ধান পাওয়া গেছে পাবনার সাঁথিয়া উপজেলার সলঙ্গী গ্রামে।

ওই গ্রামের রফিকুল ইসলামের বাড়ির তালগাছের একেকটি তালের ওজন পাঁচ-ছয় কেজি। আর এই তাল সবার নজর কেড়েছে। তালগুলো আকৃতিতে যেমন বড় তেমনি স্বাদেও অতুলনীয়।

তাই বেশি দামেও এই তাল কিনতে আপত্তি নেই কারও। রফিকুল ইসলামের গাছের প্রতিটি তাল বিক্রি হয় ২৫০ টাকা থেকে ৩০০ টাকায়।

রফিকুল বলেন, তার বাবার হাতে লাগানো তালগাছটি পাঁচ-ছয় বছর ধরে ফল দিচ্ছে। গাছে তাল ধরার পর থেকেই সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে এর সুনাম। প্রতি বছর ৬০ থেকে ৭০টি তাল হয়। একেকটি তাল ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করেন তিনি। তাল বিক্রি করার জন্য কখনোই বাজারে যেতে হয় না তাকে। আগ্রহীরা বায়না করে রাখেন।

রফিকুলের কাছ থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি তাল কিনেন বেড়া বাজারের স্বর্ণব্যবসায়ী ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, রফিকুলকে বার বার বলে রাখার পর আজ তিনি আমাকে একটি তাল দিয়েছেন। আমি তালটি কৌতুহলবশত ওজন করে দেখলাম, এর ওজন সাড়ে পাঁচ কেজির একটু বেশি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর