September 13, 2025, 9:07 pm

ব্রাজিলকে কঠিন বার্তা দিল আর্জেন্টিনা

Reporter Name 162 View
Update : Sunday, October 14, 2018

ব্রাজিলকে কঠিন বার্তা দিল আর্জেন্টিনা

ভারত-পাকিস্তানের মধ্যে মাঠে, মাঠের বাইরে বৈরি সম্পর্ক বিদ্যমান। তাই দু’দলের মধ্যে ব্যাটে-বলে দেখা হলে উত্তেজনা চরমে। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনার মাঝে কিসের বৈরিতা? না, রাজনৈতিক কোনো সমস্যা নয়।

দুই দলের উত্তেজনা ফুটবলকে কেন্দ্র করে। সেটা হোক আন্তর্জাতিক ম্যাচ কিংবা প্রীতি ম্যাচ। এবার সেই ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই এসছে ভক্তদের সামনে। তাই তো চায়ের দোকানের সামনে বসছে জটলা। চলছে চুল ছেড়া বিশ্লেষণ। কার দল সেরা?

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে প্রীতি ম্যাচে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মাঠে নামবে। ম্যাচের ভাগ্য কী হবে সেটা সময়ই বলে দিবে। কিন্তু বৃহস্পতিবার রাতের প্রীতি ম্যাচে এশিয়ার দেশ ইরাককে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে বার্তা দিয়ে রাখল আর্জেন্টিনা।

সৌদি আরবের রিয়াদে প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে মাঠে ইরাকের বিপক্ষে নামেননি মেসি। তবে মেসির অভাব বুঝতেই দেননি আর্জেন্টাইন তরুণ খেলোয়াড়েরা। দলের অভিজ্ঞ খেলোয়াড় বলতে ছিলেন ডিফেন্ডার রামিরো ও স্ট্রাইকার পাওলো দিবালা। তারপরেও আর্জেন্টিনার এমন জয় ভাবাচ্ছে ব্রাজিলকে। এখন অপেক্ষার পালা দুই দলের সমর্থকদের জন্য। ১৬ তারিখের ম্যাচে কোন দল বীরত্ব দেখাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর