August 4, 2025, 9:03 pm

মাসে মাত্র ১৩ হাজার টাকা কিস্তিতে বিলাসবহুল গাড়ি!

Reporter Name 184 View
Update : Sunday, October 14, 2018

মাসে মাত্র ১৩ হাজার টাকা কিস্তিতেই বিলাশবহুল গাড়ি কিনতে পারবে ক্রেতারা। পাঁচ বছরের সময়সীমার জন্য কিস্তিতে দেয়া হচ্ছে নতুন গাড়ি। (SUV) KUV100, TUV300, মাঝারি সাইজের SUV Scorpio, Marazzo ও XUV500 মডেলের গাড়িতে এ অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

KUV100NXT গাড়িটি কিস্তিতে নিতে মাসে দিতে হবে ১৩ হাজার ৪৯৯ টাকা এবং XUV500 মডেলের গাড়ির জন্য মাসে ৩২ হাজার ৯৯৯ টাকা।

নবরাত্রি ও দুর্গাপূজার আগে ভারতের বাজারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এচম দিচ্ছে এ অফার। আপাতত দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও পুনের বাসিন্দারা এ সুযোগ পাবেন। দ্বিতীয় পর্বে আরও ১৯ শহরে এ সুযোগ দেয়ার পরিকল্পনা করছে মাহিন্দ্রা।

প্রতিষ্ঠানটির প্রধান তথ্য কর্মকর্তা ভিএস পার্থস্বামী জানিয়েছেন, একটি নতুন শ্রেণির ক্রেতাকে নজরে রেখেই তারা এ অফার শুরু করছেন। ছোট ব্যবসায়ী থেকে বিভিন্ন পেশার মানুষের জন্য তারা এ অফার আনতে চলেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর