August 4, 2025, 8:21 pm

ম্যাককালামের সাথে বিগ ব্যাশ মাতাবেন মুজিব

Reporter Name 132 View
Update : Sunday, October 14, 2018

জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলছেন আফগানিস্তানের তরুণ মুজিব-উর রহমান। তার স্পিন বিষে প্রতিনিয়ত নীল হচ্ছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা। তাই নজর কেড়েছেন বিশ্বজুড়ে। এমন চোখ ধাঁধানো সফলতার কারণে দলে ভোড়াতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দলগুলো। খেলেছেন আইপিএল-কাউন্টি। এবার আসন্ন বিগ ব্যাশের মৌসুমে ব্রিসবেন হিটের জার্সিতে দেখা যাবে তাকে।

শুক্রবার (১২ অক্টোবর) ব্রিসবেন কর্তৃপক্ষ ডানহাতি এই অফ স্পিনারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

একই দলে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া অস্ট্রেলিয়া দলের একাধিক ক্রিকেটার আছেন মুজিবদের দলে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন জো বার্নস, বেন কাটিং, ক্রিস লিন, ম্যাথু রেনশো প্রমুখ।

এদিকে ব্রিসবেন হিটে খেলতে পারার বিষয়টিকে বড় সুযোগ হিসেবে দেখছেন মুজিব। জানিয়েছেন, দলটির জন্য নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে আছেন তিনি। সেই সঙ্গে প্রত্যেক ম্যাচেই বল হাতে অবদান রাখতে চান এই স্পিনার।

‘যখন দেশের হয়ে খেলেছিলাম তখনি স্বপ্ন দেখেছিলাম, আইপিএল, কাউন্টি এবং বিগ ব্যাশে খেলার। প্রথম দুটি স্বপ্ন আগেই পুরণ হয়েছে এবার আরেকটি হতে যাচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর