September 13, 2025, 8:08 pm

আহত ক্রিকেটারদের নিয়ে বিশ্ব একাদশ

Reporter Name 141 View
Update : Monday, October 15, 2018

প্রতি দিনই বাড়ছে ক্রিকেটের উপর চাপ-তাপ। বিশ্বের নানা প্রান্তে ছুটে চলতে হচ্ছে ক্রিকেটারদের। অংশ নিতে হচ্ছে একাধিক প্রতিযোগিতায়। বেশি খেলা, বেশি ধকল। বাড়ছে চোট আঘাত। দেখে নেওয়া যাক আহত ক্রিকেটারদের বিশ্ব একাদশ কেমন হতে পারে।

তামিম ইকবাল
বিশ্ব ক্রিকেটের একজন বিপদজ্জনক ব্যাটসম্যান তামিম ইকবাল। গত এশিয়া কাপে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারের উপর অনেক আশা ছিল দলের। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় গুরুতর আহত হন ইকবাল।

সাকিব আল হাসান
বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারটিকে আহতদের একাদশের অধিনায়ক বানানো যেতে পারে। গুরুতর চোট আঙ্গুলে। চোট সারিয়ে দলে ফিরে আসা খুবই কঠিন।

ইমাম-উল-হক
পাকিস্তানের তরুণ ক্রিকেটার। দলের নিয়মিত সদস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।

হাসিম আমলা
দক্ষিণ আফ্রিকার নিয়মিত সদস্য। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে গুরুতর চোট পান।

কেদার যাদব
এশিয়া কাপে ভারতের নতুন আবিষ্কার বলা যেতেই পারে। ব্যাট-বল দুটিতেই সফল। কিন্তু, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে দলে ফিরবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

ঋদ্ধিমান সাহা
ভারতীয় দলের এই উইকেটরক্ষক বেশ কিছু দিন ধরেই চোটের কারণ দলের বাইরে। কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

হার্দিক
ভারতের অন্যতম অলরাউরান্ডার। কিন্তু, চোট আঘাতে বেশ কিছু দিন দলের বাইরে।

আন্দ্রে রাসেল
ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারটিকে অনেক দিন পাচ্ছে না দল। হাঁটুতে ভয়ঙ্কর চোট।

শার্দুল ঠাকুর
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক হয়েছিল। কিন্তু, মাত্র ১.৪ ওভার বল করার পরই মাঠ ছাড়েন। চোটের জন্য।

অক্ষয় পটেল
ক্রমেই দলের ভরসা হয়ে উঠছিলেন। ব্যাটে-বলে নজর কাড়ছিলেন। কিন্তু, তখনই চোট পেয়ে ছিটকে যান দল থেকে।

ইশান্ত শর্মা
ভারতীয় দলের বড় ভরসা। গত ইংল্যান্ড সফরে সফল। কিন্তু, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বাদ দেন নির্বাচকরা। সৌজন্যে চোট-আঘাত। সূত্র: আনন্দবাজার


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর