August 4, 2025, 2:05 am

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

Reporter Name 178 View
Update : Thursday, October 18, 2018

নিউজ ডেস্ক বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮:
জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু আর নেই। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যান্ডদল এলআরবি’র ড্রামার রুমেল ও শামীম জানান, নিজের বাসায় আইয়ুব বাচ্চু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চুর সংগীতজগতে পদার্পণ ১৯৭৮ সালে ব্যান্ডদল ‘ফিলিংস’র হাত ধরে। তারপর থেকে এই গায়ক ও সংগীত পরিচালক গান আর গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখছিলেন শ্রোতাদের।

বাংলা ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন আইয়ুব বাচ্চু এর আগে ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে এই গুণীশিল্পীর ডাকনাম রবিন। মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়েছেন ‘এবি’।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর