October 28, 2025, 5:17 am

আফগানিস্তানের পরবর্তী সুপারস্টার খুঁজে পেলেন ম্যাককালাম

Reporter Name 161 View
Update : Friday, October 19, 2018

ক্রিস গেইলের মতো তিনিও টি-২০ ক্রিকেট ফেরি করে বেড়ান। বিশ্বের যে প্রান্তে টি-২০ টুর্নামেন্ট সেখানেই ছুটে যান নিউজিল্যান্ডের লিজেন্ড ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বের ঘরোয়া লিগগুলোতে অংশ নেয়াতে অসংখ্য উদীয়মান তরুণের সাক্ষাৎ ঘটে তার।

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে তেমনই একজন উদীয়মান তারকা সন্ধান পেলেন ম্যাককালাম। আর তাকে দেশটির পরবর্তী প্রজন্মের সুপারস্টার হিসাবেও আখ্যা দিয়েছেন তিনি।

কে এই সুপারস্টার? ক্রিকবাজকে দেখা সাক্ষাৎকারে নিউজিল্যান্ড লিজেন্ড জানিয়েছেন, তিনি আর কেউ নন, তারই তরুণ সতীর্থ জানাত। ‘জানাতের পারফর্ম আমার চোখে বেশ লেগেছে। আমি মনে করি ধীরে ধীরে সে নিজেকে সুপারস্টার হিসেবে গড়ে তুলছেন।’

ব্রেন্ডন ম্যাককালামের চোখে করিম জানাতকে ভালো লাগারই কথা। কারণ চলতি এপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ১১ উইকেট সংগ্রহ করা ছাড়াও ব্যাট হাতে বেশ ধারাবাহিক তিনি। আর সে জন্যই তাকে আফগানিস্তানের পরবর্তী সুপার হিসাবে আখ্যা দিয়েছেন ম্যাককালাম।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর