December 17, 2025, 4:10 am

টাইগার দলের নতুন অধিনায়ক হলেন সৌম্য

Reporter Name 203 View
Update : Friday, October 19, 2018

জিম্বাবুয়ে দল ঢাকায় পা রেখেছে মঙ্গলবার। এবার বাংলাদেশ সফরে তিন ওয়ানডে আর দুটি টেস্ট খেলবে জিম্বাবুইয়ানরা। তবে মূল লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের।

আগামী ১৯ অক্টোবর সফরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। ম্যাচটি হবে বিকেএসপিতে। যাতে সফরকারিদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বিসিবি একাদশ। এই দলটিকে নেতৃত্ব দেবেন মারকুটে ওপেনার সৌম্য সরকার।

২১ তারিখ শুরু আসল লড়াই। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচটি হবে দিবারাত্রির। পরের দুটি ওয়ানডে ২৪ আর ২৬ অক্টোবর।

ওয়ানডে সিরিজ শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ৩ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ১১ নভেম্বর থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর