November 18, 2025, 9:27 pm

বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

Reporter Name 180 View
Update : Friday, October 19, 2018

টিম ইন্ডিয়ার পেস আক্রমনের অন্যতম শক্তি জশপ্রীত বুমরাহ। তবে বোলিং অ্যাকশন নিয়ে কারও পরামর্শ শুনতে নারাজ তিনি। স্বচ্ছন্দ বলেই এই অ্যাকশনে বল করেন তিনি, জাতীয় দলের পেসার ঘোষণা করছেনও সরাসরি।

পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ সদ্য প্রশ্ন তুলেছেন তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। আকিবের মতে, বুমরাহর যা অ্যাকশন, তাতে চোট লাগার আশঙ্কা বেশি। ক্রিকেটমহলেও অনেকে তাঁর অ্যাকশনকে চোট-প্রবণ বলে মনে করেন। কিন্তু, প্রাক্তনদের পরামর্শে বুমরাহ কান দিচ্ছেন না।

২৪ বছর বয়সী পেসারের বলেন, “বিশেষজ্ঞরা কে কী বলছে, তাতে একদমই গুরুত্ব দিচ্ছি না. আমার কীসে সুবিধা হয়, তাতে ফোকাস রাখছি। নিজের শরীরের দিকেও লক্ষ্য রাখছি। কী করলে ফিট থাকব, সেদিকে খেয়াল থাকছে। ক্রিকেটে নিখুঁত অ্যাকশন বলে কিছু হয় না। আমাকে একজন বোলার দেখান তো, যে কিনা কখনও চোট পায়নি। আমার ফিটনেস কীভাবে বাড়াব, সেদিকে অবশ্য নজর থাকছে সবসময়।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর