October 28, 2025, 5:09 am

মেসি একজন ‘বাজারি ফুটবলার’ : আর্জেন্টাইন কোচ

Reporter Name 157 View
Update : Friday, October 19, 2018

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে মেসিকে ধুয়ে দিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টাইন মহাতারকা রাখঢাক না করেই বলেছেন, মেসি নেতা হওয়ার যোগ্য নয়। ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোটা অর্থহীন! ম্যারাডোনা আরও বলেছেন, তিনি যদি আর্জেন্টিনা দলের কোচ হতেন, তাহলে কখনই আর মেসিকে দলে সুযোগ দিতেন না। মেসির পূজা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বার্সেলোনার মেসি একরকম আর আর্জেন্টিনার হয়ে অন্যরকম।

ম্যারাডোনার এই মন্তব্যে যখন সারাবিশ্বে সমালোচনার ঝড় উঠেছে, তখনই তার সঙ্গে সহমত পোষণ করলেন কাপ্পা। রেডিও মিতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ম্যারাডোনার সঙ্গে একমত। আপনি মেসিকে দেবতূল্য মনে করতে পারেন না। সে অসাধারণ একজন খেলোয়াড় বটে; তবে সেটা কেবল বাজারমূল্যের দিক দিয়েই।’

ফুটবল হিসেবে সুনাম অর্জন করতে না পারা কাপ্পা কোচ হিসেবে বিখ্যাত। তার কাছে মেসি শুধুই একজন ‘বাজারি ফুটবলার’! আর্জেন্টিনার সাবেক কোচও ছিলেন তিনি।

৭২ বছর বয়সী কাপ্পা মেসির সমালোচনার পাশাপাশি তার প্রিয় ক্লাব বার্সেলোনারও সমালোচনা করেন। তার মতে মেসি ছাড়া বার্সা মাঝারি ক্লাব, ‘বার্সার এই শীর্ষে থাকাটা একমাত্র মেসির জাদুর কারণে, ‘সে না থাকলে বার্সেলোনা হয়তো ১০ নম্বরে থাকত। মৌসুমে এখন পর্যন্ত অনেক ম্যাচেই বার্সেলোনাকে বাঁচিয়ে দিয়েছে সে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর