November 18, 2025, 8:21 pm

যে কারনে আর কোন দিন জাতীয় দলে ফিরবেন না মেসি!

Reporter Name 185 View
Update : Friday, October 19, 2018

বিশ্বকাপের পর জাতীয় দলে নেই লিওনেল মেসি। বিশ্বকাপের পর আর্জেন্টিনার চারটি প্রীতি ম্যাচেই অনুপস্থিত ছিলেন এই তারকা। মেসি জানিয়েছিলেন, তিনি ২০১৮ সালে আর জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলবেন না।

তখন সবাই ধারনা করেছিল যে, ২০১৮ সালে না খেললেও ২০১৯ কোপা আমেরিকাতে হয়তো মেসি খেলবেন। তবে সেই সম্ভাবনাও ক্ষীন হয়ে আসতেছে ধীরে ধীরে।

কিছুদিন আগে মেক্সিকোতে এক সাক্ষাৎকারে লিওনেল মেসির সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ডিয়াগো ম্যারাডোনা। তিনি মেসির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে চরম সমালোচনা করেছিলেন।

আর্জেন্টিনাতে মেসি এবং ম্যারাডোনার মধ্যে একটাই পার্থক্য। সেটা হলো, ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছে কিন্তু মেসি তা পারেনি। তার সমস্ত অর্জন বার্সালোনাতেই।

এজন্য মেসিকে শুধু ম্যারাডোনাই নয়, সমালোচনা করে আরও অনেকেই। নিজ দেশের মানুষও মেসিকে অনেকটাই প্রবাসী হিসেবেই যেন দেখে। আর নিজ দেশের মানুষই যদি এমনটা ভাবে তাহলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। সেজন্য হযতো মেসি জাতীয় দলকে চিরতরেই বিদায় জানাতে পারেন।

আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনিও তাদেরই একজন। তিনিও মনে করেন হয়তো মেসি আর জাতীয় দলে ফিরবে না।

তিনি বলেন,”সে আর আর্জেন্টিনাতে ফিরে যাবেনা, এমনকি আর্জেন্টিনায় ক্যারিয়ার শেষ করতে চাওয়া ওল্ড বয়েজেও আর ফিরে যাবেনা।”

“তাদের জন্য দু:খ হয় যারা বলে মেসির দেশের জন্য কোন টান নেই। যারা বলে মেসি দেশের জার্সিতে খেলার প্রয়োজনীয়তা অনুভব করেনা।”

মেসির পাশে দাড়িয়ে ম্যারাডোনার সমালোচনার জবাবে বলেন, “মেসি যদি আজকে স্পেনের হয়ে খেলত তাহলে সে বিশ্বকাপ জয়ী তারকা হত।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর