August 4, 2025, 1:58 am

শাকিবের জান্নাতে ‘একটু প্রেম দরকার’

Reporter Name 279 View
Update : Saturday, October 20, 2018

গত মাসে এফডিসিতে শুরু হয়েছিল ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং। ছবিটি প্রথম পর্যায়ের কাজ এফডিসি ও ঢাকার আফতাব নগরে করা হয়। বর্তমানে ছবিটির দৃশ্যধারণ করা হচ্ছে শাকিবের শুটিং বাড়ি ‘জান্নাতে’। ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব-বুবলী। এছাড়াও আরও এক নতুন মুখ মৃদূলাকে দেখা যাবে শাকিবের বিপরীতে।

নির্মতা শাহিন সুমন বলেন, ‘আমরা গতকাল থেকে ছবিটির শূটিং শাকিবের বাড়িতে শুরু করেছি। গল্পের প্রয়োজনে আমরা এখানে শুটিং করছি। আমি সবসময় চেষ্টা করি গল্প অনুযায়ী লোকেশনে কাজ করতে। গল্পের প্রয়োজনে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবিটি নির্মাণ করছি। এ সময়ের সেরা চলচ্চিত্র হবে একটু প্রেম দরকার।’

এই নির্মাতা আরও বলেন,‘বর্তমান সময়ে সারা পৃথিবীতে টেকনোলজি তৈরি হয়েছে। আর এর কারণে গল্পের পরিবর্তন হয়েছে, গল্পে এসেছে আধুনিকতা। আমাদের একটা সময় ছিল যে সময় অনেক চিন্তা চেতনা করে কাজ করা হত। যখন জিমিজিব ছিল না তখন আমরা বাশের মাথায় ক্যামেরা লাগিয়ে কাজ করতাম। এখন প্রযুক্তি আসছে আর প্রযুক্তির ছোয়াগুলো কাজে লাগাচ্ছি।’

ছবিটির শুটিং শুরু হয় ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনাম দিয়ে। এরপর ছবিটির নাম ‘কালপ্রিট’ রাখা হলেও পরবর্তীতে চুড়ান্ত করা হয় ‘একটু প্রেম দরকার’। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর