November 17, 2025, 6:46 pm

তুরাগের কাশঁবন থেকে অর্ধগলিত দুই যুবকের লাশ উদ্ধার

Reporter Name 199 View
Update : Sunday, October 21, 2018

রাসেল খান,

রাজধানীর তুরাগের ১৬ নং সেক্টর বৌদ্ধ মন্দিরে পিছনে একটি কাশঁবন থেকে অজ্ঞাত ২ ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। নিহত যুবকের নাম বিল্লাল (৩২), অপর যুবকের নাম বিপ্লব(৩৪)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে দূর্গন্ধ ছড়ালে ১৬ নং সেক্টর এলাকার ব্যবসায়ীরা থানায় খবর দিলে থানা পুুুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত দুই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। থানা পুলিশ প্রথমে লাশের কোন নাম ঠিকানা না পাওয়ায় লাশদুটি সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল মর্গে পাঠানো হয়। পরে দুপুর ৩টার দিকে থানা পুলিশ নিহদেও নাম এবং ঠিকানা জানতে পারে। তুরাগ থানার এসআই সাজেদুল ইসলাম মানবকন্ঠকে জানান, আমরা খবর পেয়ে রাতেই ১৬ নং সেক্টর বৌদ্ধ মন্দিরের পিছনে কাশঁবন থেকে নিহতদের লাশ দুটি উদ্ধার করি। পরে প্রাথমিক সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য রোববার ভোরের দিকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠাই। নিহত দুই ব্যাক্তির নাম বিল্লাল (৩২) অপরজনের না বিপ্লব(৩৪)। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন মানবকন্ঠকে জানান, রাতে লোকজন আমাদের খবর দিলে আমরা ১৬ নম্বর সেক্টর বৌদ্ধ মন্দিরের পিছনের একটি খালি জায়গায় কাশঁবন থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের একজনের পরনে ছিল জিন্স প্যান্ট ও শার্ট এবং অপরজনের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। মৃতদেহ দুটি মৃত্যুর ঘটনা শনাক্তের চেষ্টা চলছে। আমরা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানতে পারবো।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর