September 13, 2025, 1:16 pm

খেলার মাঠে ঘটল এক অনন্য নজির!

Reporter Name 163 View
Update : Monday, October 22, 2018

তৃতীয় ওভারের খেলা চলছে। জার্ভিসের করা ওভারের শেষ বলে লিটন দাস ক্যাচ তুলেন সিকান্দার রাজার দিকে। আর সেই ক্যাচটি তালু বন্ধী করলেও নিজেই নিশ্চিত হতে পারছিলেন না সিকান্দার রাজা। তাই রাজি নিজেই থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষন করলে মাঠের আম্পায়ররা থার্ড আম্পায়ার রড টাকারের কাছে পাঠান সিদ্ধান্ত। সেখানে রিপ্লে দেখা যায়, তার ক্যাচ ধরার পর বলটি মাটিতে স্পর্শ করে।

রড টাকার প্রথম যখন রিপ্লে দেখেন তখনো বুঝা যায়নি যে এটা মাটি স্পর্শ করেছে। কিন্তু যখন জুম করে দেখেন তখনই বুঝা যায় এটা মাটি স্পর্শ করেছে।

সাধারনত এমন ক্যাচ ধরলে অনেকেই উইকেটের আনন্দে উল্লাস করেন। যদি আম্পায়ার দিয়ে দেয়!

তবে এক্ষেত্রে রাজা ব্যাতিক্রম ছিলেন এবং নিশ্চিত না হওয়ায় আম্পায়ারের দৃষ্টি আকর্ষন করে একজন সত্যিকারের খেলোয়ারের পরিচয় দিয়েছেন। আজ খেলার মাঠে ঘটল এই অনন্য নজির!


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর