August 8, 2025, 4:22 am

রশিদ খানের কাবুল জাওয়ানকে হারিয়ে শিরোপা জিতল বালখ লিজেন্ড

Reporter Name 171 View
Update : Monday, October 22, 2018

বালখ লিজেন্ডের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল প্রথমবারের মত আয়োজিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের। ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে রশিদ খানের কাবুল জাওয়ানকে।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রান তোলে কাবুল। কাবুলের এই দুর্দশার জন্য দায়ী বালখ লিজেন্ডের বোলার কাইস আহমেদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫টি উইকেট তুলেনন তিনি।

কাইসের মারাত্মক বোলিং তোপে খাবি খাওয়া কাবুলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জাভেড আহমাদি। ২১ রান করেন পারনেল ও ইনগ্রাম। উল্লেখ করার মত রান করতে পারেনি আর কেউই।

অর্জন মাত্র ১৩২ রান। এই রান নিয়ে লড়াই করা কঠিন। তার মধ্যেও যদি কেউ টর্নেডো ইনিংস খেলে তাহলে তো কথাই নেই। আর সেই কাজটাই করল গেইল। ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচকে এক হাতেই বেড় করেন তিনি।

তবে গেইল দাড়ানোর কারনেই ম্যাচটি জিততে পারে বালখ। কেননা, প্রথম ৩৭ রানের মধ্যেই তাদেরও তিনটি উইকেট পড়েছিল। এরপর গেইল যখন দলীয় ৮৭ রানের মাথায় আউট হন তারপর আরও ২টি উইকেট হারায় বালখ লিজেন্ড। শেষ পর্যন্ত রবি বোপারার ২৯ বলে ৩২ রানের কার্যকরী ইনিংসে জয়ের বন্দরে পৌছায় মোহাম্মদ নবির দল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর