September 13, 2025, 10:11 am

রশিদ খান টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত

Reporter Name 156 View
Update : Monday, October 22, 2018

বালখ লিজেন্ডের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল প্রথমবারের মত আয়োজিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের। ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে রশিদ খানের কাবুল জাওয়ানকে।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান তোলে কাবুল জাওয়ান। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বালখ লিজেন্ড।

এদিকে বল এবং ব্যাট হাতে দারুন ভূমিকা রাখা কাবুল জাওয়ান অধিনায়ক রশিদ খান টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। বল হাতে ৯ ম্যাচে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৭৩ রান করেন তিনি।

টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হয়েছেন আফগানিস্তান তারকা শাহজাদ। সবচেয়ে বেশি রান তার। ইশরু উদানা টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হয়েছেন। ডারউইস রাসুলি ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। ক্যাচ অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হযরতউল্লাহ জাজাই। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কায়েস আহমেদ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর