August 8, 2025, 4:11 am

আজ একাই ৮ উইকেট নিলেন ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম

Reporter Name 145 View
Update : Tuesday, October 23, 2018

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে একাই ঝড় তুলেছেন ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসান। আজ একাই ক্যারিয়ার সেরা ৮ উইকেট শিকার করেছেন তিনি।

এর আগে তৃতীয় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে নিয়েছিলেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। এবার নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি। তবে প্রথম দিনে আর ব্যাট করতে নামার সময় পায়নি নাঈমের চট্টগ্রাম। এদিন তাদের প্রথম উইকেটটা নেন সাখাওয়াত হোসেন এবং অষ্টম উইকেট নেন মোহাম্মদ ইফরান।

আর বাকি ৮ উইকেট শিকার করেন নাঈম। আর এই ৮ উইকেট শিকার করতে গিয়ে তিনি দিয়েছেন ১০৬ রান। ৩৫ ওভার বোলিং করে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাঈম। এদিন তার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করেন আব্দুল মজিদ, রকিবুল হাসান, নাদিফ চৌধুরীরা।

অন্যদিকে ঢাকার হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আব্দুল মজিদ। এছাড়াও শুভাগত হোম ৫৭, সাঈফ হাসান ৪১, নাজমুল হোসেন মিলন ৩৫ ও শাহাদাৎ হোসেন রাজীবের ৩৪ রানে ভর করে ২৮৮ রান করে ঢাকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর