থামিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আমি সেই আশরাফুল
 
						শুরু হয়েছে এনসিলের (ন্যাশনাল ক্রিকেট লিগ) চতুর্থ রাউন্ডের খেলা। আজ সিলেটের শহীদ কামারুজ্জান স্টেডিয়ামে টায়ার টুয়ের ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ। আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোর বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন সিলেটের দুই ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন তান্না ও শাহনাজ আহমেদ।
কিন্তু তাদের ৮৯ রানের জুটিটি ভাঙ্গেন কাজী অনিক। তার বলে আউট হয়ে সাঝঘরে ফেরেন ইমতিয়াজ হোসেন তান্না। অনিকের পরই সিলেট শিবিরে আঘাত হেনে থামিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আমি সেই আশরাফুল। শাহনাজ আহমেদ ফেরান তিনি।
এরপর থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। এরপর শাহনুর ও আবু জায়েদ ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যান। তবে তাদের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান অনিক-আশরাফুল জুটি। ৫৪ রান করা শাহনুরকে ফেরান অনিক। অন্যদিকে ২৬ রান করে আশরাফুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন জায়েদ।
এরই ফলে প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে সিলেট। ঢাকা মেট্রোর হয়ে আশরাফুল, অনিক ও আরাফাত সানি নেন দুইটি করে উইকেট।


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										