August 8, 2025, 2:01 am

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে টাইগাররা’

Reporter Name 152 View
Update : Tuesday, October 23, 2018

আসন্ন ২০১৯ বিশ্বকাপে টাইগাররা সেমিফাইনালে খেলার সামর্থ্য রাখে বলে বিশ্বাস করেন জিম্বাবুয়ের অন্যতম খেলোয়ের ব্রেন্ডন টেইলর। এদিকে পিছিয়ে পড়া জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতির জন্য অনুকরণীয় হতে পারে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের মন্ত্র বলেও মন্তব্য করে তিনি।

তিনি বলেন গেল ১০ বছরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ঈষণীয় সাফল্য পেয়েছে। আর এদেশের মানুষের কাছে ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে। ক্রিকেট বোর্ডও ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন কিন্তু বাংলাদেশের ক্রিকেট যতোটা এগিয়েছে। ততোটাই পিছিয়ে জিম্বাবুয়ের ক্রিকেট। এই অবস্থা উত্তরণে বাংলাদেশের সাফল্যে জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতির জন্য অনুকরণীয় হতে পারে।

তিনি বলেন দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো দলগুলোকে নিয়মিত হারাচ্ছে বাংলাদেশ। তারা দল হিসেবে দারুণ উন্নতি করছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে পরিণত দল তারা। আসন্ন বিশ্বকাপে তোমাদের দলের সামর্থ্য আছে সেমিফাইনালে খেলার। আর সেটা বাস্তবায়ন হলে আমি অবাক হবো না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর