August 5, 2025, 10:00 pm

জোর করে ইভিএম চাপানো যাবে না: প্রধানমন্ত্রী

Reporter Name 181 View
Update : Sunday, October 28, 2018

নিউজ ডেস্ক,রবিবার,২৮ অক্টোবর ২০১৮:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জোর করে তাড়াহুড়া করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জনগণের ওপর চাপিয়ে দেয়া যাবে না। এটা প্র্যাকটিসের বিষয়। তবে পরীক্ষামূলক তা ব্যবহার করা যায়। বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হোক।’

রবিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘বিএনপি ডাক দিচ্ছে, হুংকার দিচ্ছে ভালো। আন্দোলনের হুমকি দিচ্ছে। তাতে বাধা দেয়ার কিছু নেই।’

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আর তো ওদের সঙ্গে কথা বলব না। তাঁর (খালেদা জিয়া) যারা আমার বাড়িতে এসে বসে থাকত, তারা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। আমার তো একটা আত্মসম্মান বোধ আছে। আমি বারবার অপমানিত হতে কেন যাব?’

খালেদা জিয়ার কারাবন্দিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে তো আমি গ্রেফতার করিনি। সে গ্রেফতার হয়েছে এতিমের টাকা চুরি করে। তাদের আমলে দুর্নীতি, ঘুষ নেয়ার অনেক ঘটনা ঘটেছে।’

শেখ হাসিনা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যদি মুক্তি চান, কোর্টের মাধ্যমে আসতে হবে। দ্রুত চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। মামলা আমাদের সরকারের দেয়া নয়। খালেদা জিয়ার পছন্দের ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন সাহেবের আমলে দেয়া।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর