October 7, 2025, 6:19 am

খালেদার অনুপস্থিতিতেই রায় পড়া চলছে

Reporter Name 188 View
Update : Monday, October 29, 2018

স্টাফ করেসপন্ডেন্ট,সোমবার,২৯ অক্টোবর ২০১৮:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পড়া চলছে। সোমবার সকালে আপিল বিভাগে খালেদা জিয়ার করা আপিল আবেদন খারিজ হওয়ার পরই নিম্ন আদালতে রায় পড়া শুরু হয়েছে।

এর আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে বলে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনজীবীরা বলেন, এর ফলে এ মামলায় বিচারিক আদালতে রায় ঘোষণা করতে আইনি কোনো বাধা থাকল না।

বিচারিক আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য ছিল।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ওই আদেশ দেয়।

খালেদা জিয়ার পক্ষে আজ আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৪ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে পরপর কয়েকদিন না আসার পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন খালেদার আইনজীবীরা। আজ ওই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে আদেশ দেয় বিচারিক আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর