August 5, 2025, 5:52 pm

এবার সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে বি.চৌধুরীর চিঠি

Reporter Name 210 View
Update : Tuesday, October 30, 2018

নিউজ ডেস্ক-
মঙ্গলবার,৩০ অক্টোবর ২০১৮:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিকল্পধারার সঙ্গে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হওয়ার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বি.চৌধুরী।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার বিকল্পধারার একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সংলাপ অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ৭ দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সম্বলিত পৃথক চিঠি দেয় ঐক্যফ্রন্ট।

সংলাপে সাড়া দিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে জাতীয় ঐক্যফ্রন্টকে চিঠি দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কামাল হোসেনের বেইলি রোডের বাসায় চিঠিটি পৌঁছে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

চিঠিতে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর