August 9, 2025, 6:22 pm

মানুষের মুখে কালি মাখানো শ্রমিকদের ছাড় দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 163 View
Update : Tuesday, October 30, 2018

নিজস্ব প্রতিবেদক-
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পরিবহন ধর্মঘটের নামে রাস্তায় নেমে যারা মানুষ হয়রানি করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। ধর্মঘটের সময় মানুষের মুখে কালি মাখানোর ঘটনায় জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হবে। তারা কোনও ধরনের ছাড় পাবে না।’

মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে রাস্তায় দাঁড়িয়ে যারা সাধারণ মানুষকে হয়রানি করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে। তাদের কোনও ছাড় দেয়া হবে না।’

মাদক পাচারকারী চক্রের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য জড়িত থাকলে কী ব্যবস্থা নেয়া হবে- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের সাথে জড়িত আছে এমন প্রত্যেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেয়া হবে। মাদকের বিষয়ে কাউকে একচুলও ছাড় দেয়া হবে না, সে যতই ক্ষমতাধর হোন না কেন।’ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর