September 11, 2025, 5:57 pm

সুপ্রিম কোর্টের ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

Reporter Name 185 View
Update : Tuesday, October 30, 2018

নিউজ ডেস্ক-
মঙ্গলবার,৩০ অক্টোবর ২০১৮:
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ৫ জন হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির পক্ষে এই ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে তাদের অব্যাহতির আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ।

যদিও আদেশে অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি।   

এদিকে ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়ায় এখন অ্যাটর্নি জেনারেলের দফতরে ডেপুটির সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগের জারি করা আদেশে অ্যাটর্নি জেনারেলের দফতরে আরও ৩৪ আইন কর্মকর্তা যোগ দেন। যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা লড়ছেন।

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর