September 12, 2025, 9:22 am

পুলিশকে আরও সুযোগ সুবিধা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 175 View
Update : Thursday, November 1, 2018

নিউজ ডেস্ক,বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮;
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও সরকার সামনে আপনাদের আরও সুযোগ সুবিধা দেবে। তবে তার বদলে আপনাদের দেশের মানুষের সেবক হতে হবে।

বুধবার (৩১ অক্টোবর) হাজারীবাগ ও ধানমন্ডি থানার নবনির্মিত ভবন নির্মাণ উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে পুলিশের উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করেছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে ১০১টি মডেল থানা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে আজ দুইটি থানার উদ্বোধন করা হল। আগামী ৫০ বছরে পুলিশ কোন অবস্থানে যাবে সেই কথা মাথায় রেখে এ ভবনগুলো নির্মাণ করা হয়েছে।’

পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ এখন জনগণের বন্ধু। ১০ বছর আগের পুলিশ আর বর্তমানের পুলিশের মধ্যে পার্থক্য আছে। পুলিশ এখন সব সময় জনগণের সেবায় হাত বাড়িয়ে দেয়। দেশকে জঙ্গিমুক্ত করতেও পুলিশ বিশেষ ভূমিকা রাখছে বলে জানান মন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে হাঁটছে। দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে। নৌকা মার্কা আবারও জয়যুক্ত হবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর