August 31, 2025, 2:30 pm

সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে: সেতুমন্ত্রী

Reporter Name 182 View
Update : Friday, November 2, 2018

নিউজ ডেস্ক,শুক্রবার,২ নভেম্বর, ২০১৮: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা যে যা বলতে চেয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অখণ্ড মনোবলে সবার কথা শুনেছেন।

একেকজন দুইবার তিনবার বক্তব্য শুনেছেন, কেউ বাধা দেয়নি। আমাদের নেতারাও বক্তব্য রেখেছেন।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সিনিয়র নেতারা বক্তব্য রেখেছেন। কিছু কিছু অভিযোগ করেছেন জোট নেতারা। সে বিষয়ে আমাদের যেসব মতামত আছে তা অত্যন্ত শালীনভাবে উপস্থাপন করা হয়েছে।

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, এটা আদালতের বিষয়।

আইন আদালতের বিষয় সঙ্গে সংলাপে আসতে পারে না। খালেদা জিয়ার মামলা তত্ত্বাবধায়ক সরকারের মামলা। এটা আমাদের নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসবে, সে ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সমর্থন থাকবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর