August 4, 2025, 2:11 am

প্রথমবার ফোক গানে আসিফ

Reporter Name 155 View
Update : Saturday, November 3, 2018

বিনোদন ডেস্ক-
শনিবার, ০৩ নভেম্বর ২০১৮:
প্রথমবার ফোক গান করলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ‘মানুষ মইরা গেলে কদর বাইড়া যায়, বাঁইচা থাকলে নিকৃষ্ট কয় মইরা গেলে পদক পায়’—এমনই কথার একটি গান গেয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। প্রকাশের পর পরই আলোচনায় এসেছে গানটি। এই শিল্পীর কণ্ঠে ফোক গানটি আলাদাভাবে মন কেড়েছে শ্রোতাদের।

গানটির কথা ও সুর করেছেন পাগল হাসান, আর সঙ্গীতায়োজন করেছেন মনি জামান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খাইরুল পাবন। মডেল হয়েছেন শিল্পী নিজেই। ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

আসিফ আকবর বলেন, ‘ফোকের প্রতি আগ্রহ বরাবরই রয়েছে। এর আগে কখনো গাওয়া হয়নি। এবার সুযোগ হলো করার। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এই গানটি বাস্তবধর্মী। কথাগুলো মনে গেঁথে গেছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর