August 26, 2025, 9:18 pm

পুনঃতফসিল, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

Reporter Name 205 View
Update : Monday, November 12, 2018

নিজস্ব প্রতিবেদক | সোমবার,১২ নভেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পুনঃতফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

সোমবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

পুনঃতফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বরের পরিবর্তে ২৮ নভেম্বর করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নূরুল হুদা। ওই তফিসল অনুযায়ী, দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছায়ের শেষ তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর ও নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর নির্ধারণ ছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর