August 1, 2025, 4:27 pm

ডিজিটাল দক্ষতা অর্জনে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

Reporter Name 194 View
Update : Sunday, November 18, 2018

নিউজ ডেস্ক, রবিবার,১৮ নভেম্বর ২০১৮:
দেশে ৪০ বছরের কম বয়সীদের ডিজিটাল দক্ষতা অর্জনে কাজ করছে সরকার। এ চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের ডিজিটাল শিক্ষায় উপযোগী করে গড়ে তুলতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রবিবার আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে দেশের সেরা প্রশিক্ষণার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশরুম স্থাপন করা হবে। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন অপরিহার্য। এলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন লানিং এন্ড আর্নিং প্রকল্প ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক একেএম খায়রুল আলম, লানিং এন্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দা সালমা জাফরীন এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের বিস্ময়। গত দশ বছরে দেশ দ্রুত এগিয়ে গেছে।এরই ধারাবাহিকতায় আগামী ২০১৯ সালের মধ্যে ৪ হাজার ৫০০ ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে। বাসস


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর