October 25, 2025, 3:03 am

মাধবদীর আলগী খড়িয়া সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name 175 View
Update : Sunday, November 18, 2018

আব্দুল কুদ্দুস,রবিবার,১৮ নভেম্বর ২০১৮:
নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) সকালে মাধবদী-খড়িয়া সড়কে আলগী ভূঁইয়া বাড়ি নামকস্থানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে সিএনজির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইম জেনারেল হাসপাতালের সুপারভাইজার জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির দুপুর পর্যন্ত কোনো পরিচয় মেলেনি। স্বজনদের খোঁজ না পাওয়া গেল অজ্ঞাত হিসেবে পুলিশ লাশ নিয়ে যায়।

মাধবদী থানা পুলিশ জানায়, আলগী খড়িয়া রোডে দুর্ঘটনায় নিহত লাশের স্বজনদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করা চলছে। লাশের সুরতহাল দেখে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর