August 5, 2025, 9:54 pm

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি’র বৈঠক আজ

Reporter Name 169 View
Update : Thursday, November 22, 2018

নিউজ ডেস্ক,বৃহস্পতিবার,২২ নভেম্বর ২০১৮:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের আগে অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বুধবার (২১ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটের দিন এবং তার পূর্বাপর পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ১২ দফা নির্দেশনা দেয়া হবে।

ইসি সচিব বলেন, ‘সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় কী, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়ার জন্যই আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে।’

হেলালুদ্দীন বলেন, ‘সভায় ভোট ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নির্বিঘ্ন করা এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী মালামালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্দেশ থাকবে।’

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যাতে কোনও ধরনের হামলা না হয়, সে বিষয়েও সজাগ থাকার নির্দেশ দেয়া হবে বলে জানান ইসি সচিব।

তফসিল ঘোষণার পরও বিএনপি নেতাকর্মীদের নামে হামলা-মামলা ও গ্রেফতার চলছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সবই কমিশনের নজরে আনা হয়েছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর