August 5, 2025, 7:50 pm

ইসির পিছুটান, ভোটের আগে ওয়াজ-মাহফিলে বাধা নেই

Reporter Name 175 View
Update : Tuesday, November 27, 2018

নিজস্ব প্রতিবেদক-
মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে ওয়াজ মাহফিলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ভোটগ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল করা যাবে।

রিটার্নিং অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং অফিসারের ক্ষমতাপ্রাপ্ত কোনও কর্মকর্তার অনুমতি নিয়ে এসব ওয়াজ মাহফিল করতে হবে। তবে কোনও ধরনের রাজনৈতিক বক্তব্য বা কোনও প্রার্থীর পক্ষে-বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে না।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গত ২০ নভেম্বর ভোটের আগে নতুন কোনো ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া হবে না বলে নির্দেশ জারি করে ইসি। ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ভোটে গ্রহণের আগে ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। তবে ইতোমধ্যে যেসব ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ রয়েছে, সেগুলো করা যাবে।

ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে ইসির চিঠিতে বলা হয়, ‘ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েতের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় সভাসংক্রান্ত একটি স্পর্শকাতর বিষয়ে অপপ্রচার রোধে এবং সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা নস্যাৎ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের ধর্মীয় কোনো অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘প্রকৃতপক্ষে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েতের বিষয়ে নির্বাচন কমিশন কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। পূর্ব নির্ধারিত অথবা ইতোমধ্যে অনুমোদিত ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েত অথবা অনুরূপ কোনো অনুষ্ঠান আয়োজনে বাধা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং নির্বাচন-পূর্ব পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পূর্ব নির্ধারিত ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েত ছাড়া নতুন কোনো ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েত ৩০ ডিসেম্বরের পর আয়োজনের জন্য কমিশন অনুরোধ জানিয়েছিলেন।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর