September 11, 2025, 12:17 am

যুক্তরাষ্ট্রে আগুনে ৪ শিশুসহ ২ পরিবারের ৬ জনের মৃত্যু

Reporter Name 213 View
Update : Thursday, November 29, 2018

আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮:
যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ শিশুসহ ২ পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাত ২টার দিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই তলা ওই বাড়িটি কাঠের তৈরি ছিল।

এতে ২৫ বছর বয়সী এক নারী ও তার দুই কন্যা শিশু এবং তিন মাস বয়সী এক ছেলের মৃত্যু হয়। এছাড়াও অগ্নিকাণ্ডে ১০ বছর বয়সী এক মেয়েসহ ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

অগ্নিকাণ্ডে দুই পরিবারের আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাতেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুন ছড়িয়ে পড়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।

এক পর্যায়ে অগ্নিকাণ্ডে ওই বাড়ির দুইতলা ভবনটির ছাদ ধসে পড়ে।

তবে এখন অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর