August 5, 2025, 7:52 pm

২০ আসনে প্রার্থী দিল প্রগতিশীল গনতান্ত্রিক দল পি ডি পি

Reporter Name 174 View
Update : Thursday, November 29, 2018

স্বপন রানা | বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮:
রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমদ কোরেশী প্রগতিশীল গনতান্ত্রিক দল পি ডি পি ২০ টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থীকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে। দলের প্রার্থীরা দলের প্রতীক “বাঘ” নিয়ে নির্বাচন করবে। গত সোমবার দলের মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। দলের চেয়ারম্যান কার্য্যালয়ে পি ডি পি কো- চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশীর সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ মোশাররফ হোসেন, সদস্য হারুন অর রশিদ, মহাসচিব প্রিন্সিপাল এম এ হোসেন উপস্থিত থেকে এ সিদ্ধান্ত প্রদান করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল গনতান্ত্রিক দল ও জোটের প্রার্থীরা হলেন, ঢাকা-১৯ সারওয়ার কামাল, ঢাকা-১৮ সাংবাদিক রফিকুল ইসলাম, ঢাকা-১৭ আলী হায়দা, ঢাকা-১৫ সামসুল আলম সুরমা, ঢাকা-১৩ ইঞ্জিনিয়ার যিয়াদুল করিম, ঢাকা-১১ শাখাওয়াত হোসেন চৌধুরী, ঢাকা-
১০ সুলতান বাহরাইন বাহার, ঢাকা-৮ এ কে আজাদ, ফেনী-৩ মুহম্মদ গোলাম হোসেন, নোয়াখালী-২ আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা-৬ এড. শোয়েবুর রহমান, কুমিল্লা-৩ কামাল উদ্দীন ভূঁইয়া, টাঙ্গাইল-৭ রুপা রায় চৌধুরী, সিরাজগঞ্জ-৩, আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জল, সাতক্ষীরা-৩ রফিকুল ইসলাম জোয়ারদার, রংপুর-৩ সাব্বির আহম্মেদ, শেরপুর-৩ আবু বকর ছিদ্দীকী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর