August 4, 2025, 2:05 am

বড় ছেলের পর সাড়া পেল অপূর্ব’র ধূসর আকাশ

Reporter Name 143 View
Update : Monday, December 3, 2018

বিনোদন ডেস্ক | সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮:

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে গত ২৯ নভেম্বর রাত ৮টায় প্রচারিত হয় ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইম-এর বিশেষ নাটক ‘ধূসর আকাশ’।

মহিদুল মহিমের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নীলাঞ্জনা নীলা, তাবাসসুম মিথিলা, আনন্দ খালেদ প্রমুখ।

অপূর্ব বলেন, নাটকটা প্রচারের পর বেশ সাড়া পেয়েছি। এখানে আমার চরিত্রের নাম অয়ন। তরুণ নাট্যনির্মাতার চরিত্রে অভিনয় করেছি। যিনি নিজেকে নাট্যনির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সংগ্রাম করে যাচ্ছেন। ঢাকা শহরে আর্থিক সংকটের মধ্য দিয়ে এবং সমাজের নানা কটাক্ষ সহ্য করেও তার চেষ্টা অব্যাহত রাখছে। তিথির সঙ্গে অর্থাৎ নীলার সাথে সর্ম্পকের পর এক সময় তিথির বিয়ে ঠিক হয় । আর বৃষ্টি অয়নকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করে। অবশেষে বৃষ্টির সহযোগিতায় অয়ন নাট্যনির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দারুণ সাড়া পেয়েছে নাটকটি।

এটি দর্শকরা বর্তমানে জেএমআর এন্টারটেইনমেন্টে দেখতে পাবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর