August 2, 2025, 6:31 pm

চবির আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগে সেশনজট : শিক্ষার্থীদের আন্দোলন

Reporter Name 169 View
Update : Sunday, December 9, 2018

রিয়াজ মুন্না, চবি সংবাদদাতা

২০১৩ সালে প্রতিষ্ঠার পর ৬ টি শিক্ষাবর্ষ পেরিয়ে গেলেও এখনও স্নাতক সমাপ্ত করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী। কোন কোন বর্ষে দ্বিতীয় বছরেও পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। বর্তমানে গড়ে প্রতি ব্যাচে ১৫ মাসের জট। দীর্ঘ এ জটের কারণ হিসেবে শিক্ষকদের অবহেলাকেই দায়ী করছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সেশনজট নিরসরনের দাবিতে রাস্তায় নামে বিভাগের শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, এ বিভাগ তাদের জীবনকে অতিষ্ঠ ও বিপর্যস্ত করে তুলেছে । পরিবারের কাছে আজ তারা বোঝা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকরা নিজেদের খেয়াল খুশি মতো আমাদের জীবন নিয়ে তালবাহানা করতে পারেন না। বাধ্য হয়ে সংকট নিরসনে প্রতিবাদ জানালেও হুমকি দিচ্ছেন তারা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাছান মাহমুদ আসিফের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তানজিলা ইয়াসমিন, বিশু চক্রবর্তী, মোহাম্মদ আশিক প্রমুখ। এসময় তারা আরও বলেন, ছয়টি ব্যাচের শিক্ষার্থীদের একটি শ্রেণীকক্ষেই চলছে পাঠদান। রুটিন অনুযায়ী ক্লাস হয় না। ফলে বিলম্বে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধু তাই নয়, ফলাফল প্রকাশেও দীর্ঘসূত্রিতা। এসময় তারা দ্রুত সেশনজট নিরসনের দাবি জানায়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল সহকারে প্রক্টর কার্যালয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেয় তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর