পাঁচ হাজার টাকা মুচলেকায় হাসনা হেনার জামিন

নিজস্ব প্রতিবেদক | সোমবার,১০ ডিসেম্বর ২০১৮:
শিক্ষার্থী অরিত্রী আত্মহত্যায় প্ররোচণার দায়ে গ্রেফতার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শ্রেণি শিক্ষক হাসনা হেনা পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন।
ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ রোববার বিকেলে এ জামিন মঞ্জুর করেন। এরআগে, বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুলের সামনে, শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে, বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাংশ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। পরে শিক্ষকদের আশ্বাসে অনশন ভাঙে তারা। এদিন স্কুলের ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক ছিলো।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর