July 30, 2025, 9:16 pm

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name 142 View
Update : Monday, December 10, 2018

নিজস্ব প্রতিবেদক-সোমবার ১০ ডিসেম্বর ২০১৮:
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার গজারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সোলাইমান মোল্লার ছেলে হাফিজুর রহমান বাদশা ও ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার মালেক মুন্সীর ছেলে আজিজুর রহমান মুন্সী।

নিহতদের মধ্যে একজন ইউনিলিভার কোম্পানির পিকআপের হেলপার, অন্যজন বাসযাত্রী বলে জানা গেছে।

মুকসেদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন জানান, দুপুরের দিকে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮৩১) একটি বাস যশোরের নড়াইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইমা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৯০৪) আরেকটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া মোড়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা একটি পিকআপের (ফরিদপুর-ন ১১-০১২২) সঙ্গে ধাক্কা লাগলে পিকআপের হেলপার বাদশা নিহত হন। এ ছাড়া দুই বাসের সংঘর্ষে ইমা পরিবহনের যাত্রী আজিজুর রহমান মুন্সী মারা যান।

তিনি আরো বলেন, আহতদের মুকসেদপুর, ভাঙ্গা উপজেলা হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর থেকে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর