August 29, 2025, 11:23 pm

কিশোরগঞ্জে বাসচাপায় ৩ কিশোর নিহত

Reporter Name 187 View
Update : Sunday, December 16, 2018


নিউজ ডেস্ক,রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮:
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলি ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো- সৈকত, মিলন ও শুভ। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিল।

রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সৈকত সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, মিলন পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে ও ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ।

নিহতদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ছিল।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনায় নিহতদের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তিন কিশোর মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। এসময় ঢাকা ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সৈকত ও মিলন মারা যায়।

এর পর আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর