August 6, 2025, 10:16 am

আমরা ক্ষমতায় গেলে কাউকে ঘরছাড়া হতে হবে না: চরমোনাই পীর

Reporter Name 169 View
Update : Tuesday, December 18, 2018

নিজস্ব ডেস্ক,মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের জানমালের নিরাপত্তা থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপির লোকজনের জানমাল-ইজ্জত নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই রাজনীতির পরিবর্তন আমাদেরই করতে হবে। আমরা ক্ষমতায় গেলে কাউকে ঘরছাড়া হতে হবে না। সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে।

সোমবার বিকেলে খুলনা শহরের ডাকবাংলো মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা-২ আসনের প্রার্থী মাওলানা আবদুল আউয়ালের পক্ষে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, যে নীতি-আদর্শের মাধ্যমে দেশ চলছে তার মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। পথসভায় তিনি হাতপাখা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় চরমোনাই পীরের সঙ্গে ছিলেন- খুলনা-৩ আসনের প্রার্থী মুজ্জাম্মিল হক, মহানগর কমিটির সহসভাপতি নাসির উদ্দিনসহ দলের নেতারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর