August 21, 2025, 9:54 am

মদের জন্য ভিক্ষা করছেন পুলিশ!

Reporter Name 183 View
Update : Friday, December 21, 2018

নিউজ ডেস্ক | শুক্রবার,২১ ডিসেম্বর ২০১৮:

পেশায় একজন পুলিশ কর্মকর্তা। কিন্ত মদ কিনবেন বলে পথে পথে ভিক্ষে করছেন টাকার জন্য। বলছেন, ‘যে যা পারেন পাঁচ টাকা করে ভিক্ষে দিন।’

এমন ঘটনা ভারতে আরামবাগে। অভিযুক্ত ওই পুলিশের নাম শ্যামল সিংহ। তিনি আরামবাগ থানার পুলিশ কনস্টেবল।

ওই পুলিশ কনস্টেবল গত কয়েক দিন থেকে আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড সংলগ্ন গলি, ব্লকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাতছেন। তাদের বলছেন, আমি তো চাঁদা চাইছি না, ভিক্ষা চাইছি।

ভিক্ষা করার সময় মদ্যপ ছিলেন শ্যামল। এসময় তিনি আরো বলেন, মদ খাই বলে বেতন আটকে দিয়েছে। তাই ভিক্ষা চাইছি।

ওই থানার এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, পুলিশের পোশাক পড়ে বদমায়েশি করেছেন শ্যামল। শিগগিরই তাকে ক্লোজ করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর