September 11, 2025, 5:23 pm

লিফটে আটকা পরা ব্রডকাষ্টিং জার্নালিষ্টকে উদ্ধার করলো উত্তরা ফায়ার সার্ভিস

Reporter Name 210 View
Update : Friday, December 21, 2018

রাসেল খান,

রাজধানীর উত্তরায় বিয়ের দাওয়াত খেতে এসে লিফটে আটকা পরা ব্রডকাষ্টিং জার্নালিষ্টকে উদ্ধার করলো উত্তরা ফায়ার সার্ভিস কর্মীরা।বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ১৩ নাম্বার সেক্টরের ৯ নাম্বার রোডের ৭ নাম্বার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের  সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন যে, ইন্ডিপেনডেন্ট চ্যানেল এর রিপোর্টার মোঃ মিসবাহ হাসান উত্তরা ফায়ার স্টেশনে মোবাইল ফোনে সংবাদ দেন  উত্তরা ১৩ নং সেক্টরে ইন্ডিপেনডেন্ট চ্যানেলের ব্রডকাষ্টিং জার্নালিষ্ট মোছাঃ নুরে জান্নাত মিশু বিয়ে বাড়িতে গিয়ে তার শিশু বাচ্চাসহ লিফটে আটকা পড়েছে। প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। তার পর সংবাদ পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনা স্থলে গিয়ে অত্যাধুনিক যন্ত্র সাহায্যে হাইড্রোলিক স্পেডার ব্যবহার করে লিফটে আটকা নারী পুরুষ ও শিশু বাচ্চাসহ মোট ৬ জনকে স্বল্প সময়ে অক্ষত অবস্থায় উদ্ধার করাতে সক্ষম হই। তার হলেন মোছাঃ  নুরে জান্নাত মিশু (২৪), মোঃ মাহাদ বিন হাসিব(২), মোছাঃ ফাহিমা খাতুন(৫১), মোঃ সোহেল রানা(৪৮), মোছাঃ নিপা আফসানা(২৬) ও মোছাঃ পাখি(২৬)। তারা সকলেই বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। ৬ষ্ঠ তলা বাড়ির নিচ তলা থেকে ২য় তলা উঠার সময় এ দূর্ঘটনায় পতিত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সকলেই।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর