October 25, 2025, 8:18 am

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় দুই চালক নিহত, আহত ২

Reporter Name 212 View
Update : Saturday, December 22, 2018

তরিকুল ইসলাম:
গাজীপুরের কালিয়াকৈরে বালুভর্তি দাড়িয়ে থাকা ট্রাকের সাথে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর সদর থানাধীন কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানাধীন হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে ট্রাক চালক দেলোয়ার হোসেন (২৩)।
স্থানীয়রা ও পুলিশ জানান, শনিবার ভোর রাতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বোড ঘর স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে একটি ট্রাক বিকল হয়, ঢাকা থেকে ছেড়ে আসা উপর ট্রাকটি বোড ঘর স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে পৌছালে বিকল ট্রাকটির সাথে সংঘর্ষ হয় পরে ঘটনাস্থলে ট্রাক চালক মিজান মারা যায়। পরে, এলাকাবাসী আহতদের উদ্ধার কওে মির্জাপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নিহত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর