August 2, 2025, 6:04 am

অস্ত্র ঠেকিয়ে প্রথম আলো ও যুগান্তর পত্রিকা লুট

Reporter Name 245 View
Update : Wednesday, December 26, 2018

মিডিয়া ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:

অস্ত্র ঠেকিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘যুগান্তর’ ও ‘প্রথম আলো’ পত্রিকা লুট করে পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর অদূরে দোহার উপজেলার নারিশা ও মুকসেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এক হকার গণামাধ্যমকে জানান, ডাক বাংলার সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ২০ প্যাকেট (২ হাজার কপি) পত্রিকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর সেগুলো তারা পানিতে ফেলে দেয়।

এদিকে গত সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর অদূরে নবাবগঞ্জে শামীম গেস্ট হাউসে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত হন। ভাঙচুর করা হয় ১৮টি গাড়ি ও হোটেলের বিভিন্ন কক্ষ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে পেশাগত দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ওই হোটেলে অবস্থান করছিলেন গণমাধ্যমকর্মীরা।

ওই হামলার ঘটনায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী দলগুলোর সংবাদ সংগ্রহকারী রিপোর্টারদের সংগঠন রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরাম (আরআরএফ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) গভীর উদ্বেগ ও নিন্দা জানায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর