September 11, 2025, 5:18 pm

ঐক্যবদ্ধ থাকুন, নৌকাকে কেউ হারাতে পারবে না: শেখ হাসিনা

Reporter Name 200 View
Update : Wednesday, December 26, 2018

নিউজ ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
দেশের জনগণকে ‘ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। ভোট পাবে না জেনেই সহিংস পরিস্থিতি তৈরি করছে বিএনপি।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধানমণ্ডিতে তাঁর বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে এ আহ্বান জানান শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ‘অশোভন আচরণের’ নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না।’

ড. কামাল তথা বিএনপি নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আপনারা সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। জনমনে ভীতির সঞ্চার করবেন না। মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে। আপনাদের এরকম মাস্তানি ও সন্ত্রাসী আচরণ জনগণ পছন্দ করে না।’

মহাজোট সরকারের উয়ন্ননের নানা দিক তুলে ধরে তিনি আরও বলেন, ‘গত ১০ বছরে আমরা দেশের মানুষকে উন্নয়ন দিয়েছি। শিক্ষা ও জীবনের মানোন্নয়ন করেছি। এখন দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। সুখে-শান্তিতে আছে।’

এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি আরও একবার জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত ১০ বছরে আমরা দেশে দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করেছি। এখন দেশের মানুষ ভালো আছে। আগামীতে জনগণকে আরও ভালো রাখতে ও দেশের সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আরও একবার নৌকা মার্কায় ভোট চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকারে এসে দেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ অনেকাংশে নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদকমুক্ত করবো, ইনশাল্লাহ্।’

এর আগে ভিডিও কনফারেন্সে ভাষণের শুরুতেই তিনি কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নৌকায় ভোট দিয়ে তাদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর