August 7, 2025, 3:10 am

বিএনপির ৩ নেতার প্রার্থিতা হাইকোর্টে বাতিল

Reporter Name 146 View
Update : Wednesday, December 26, 2018

নিউজ ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
নূর মোহাম্মদ : উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় ধানের শীষের প্রার্থী নাটোর-৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনে মঞ্জুর এলাহীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। এরই ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরও তিন নেতার প্রার্থিতা বাতিল করেন হাইকোর্ট।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর