August 7, 2025, 3:11 am

বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব রক্তাক্ত

Reporter Name 212 View
Update : Wednesday, December 26, 2018

নিউজ ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের ওপর হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এঘটনা ঘটে।

হাবিবুর রহমান হাবিবের ভাতিজা সুমন মণ্ডল বলেন, ‘বেলা ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে বের হোন। এসময় আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলায় চালায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’

তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গণসংযোগকালে নৌকার শ্লোগান দিয়ে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। আমরা বিষয়টি দেখছি।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর