August 4, 2025, 2:04 am

পর্দার মেয়েকে বাস্তবে তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির খান!

Reporter Name 163 View
Update : Friday, December 28, 2018

বলিউডের পারফেকশনিস্টের সঙ্গে ফাতিমা সানা শেখের নাম জড়িয়েছে বেশ কয়েক বার। এবার শোনা যাচ্ছে ফাতিমার সঙ্গেই নাকি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির খান। আর এটা হবে আমির খানের তৃতীয় বিয়ে।

 

এই প্রসঙ্গটি তুলেছেন বলিউডের আরেক তারকা সালমান খান। সংবাদমাধ্যমকে বলেছেন, দেখবেন আমির যেন তৃতীয়বার বিয়ের পিড়িতে না বসেন।

 

অনেকেই বলছেন, প্রথম ছবি ‘দঙ্গল’-এর সময় থেকেই নাকি আমির খানের সাথে ফাতিমা সানা শেখের গভীর সম্পর্ক। আর তার পর ছবি শেষের পরেও প্রোডাকশনে কাজ করেছেন তিনি সহকারী হিসাবে। কথা হচ্ছে দঙ্গল গার্ল ফাতিমা সানা শেখকে নিয়ে।

 

তবে এতেই শেষ নয়। ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতেও ফতিমার কাজ করা আমিরের সৌজন্যেই। আমির খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ায় এবার আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ফাতিমা।

 

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, খুব অদ্ভুত লাগে। মা খবরের কাগজটা নিয়ে বসেন। আর সেদিনই উনি আমায় দেখালেন তোমার ছবি। ফাতিমার বক্তব্য, এই জাতীয় কোনও গুজবের ব্যাখ্যা দিতে তিনি উৎসাহী নন। ফাতিমা বলেন, তুমি যাই কর মানুষ তা নিয়েই বলবে।

 

আমিরের সঙ্গে ফতিমার প্রথম কাজ ‘দঙ্গল’ ছবিতে। সারা বিশ্বজুড়ে সেই ছবি দুই হাজার কোটি টাকার ব্যবসা করেছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর